ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

গাজীপুরের শ্রীপুরে দু’টি স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও হ্যান্ড গ্লাপস বিতরণ করা হয়েছে।৭ আগস্ট শনিবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকরণগুলো বিতরণ করা হয়।বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লি: এর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম শ্রীপুর স্পেশাল রেসপন্স টিম (এস.আর.টি) ও শীতল নামে দু’টি স্বেচ্ছাসেবী সংগঠনকে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য ৬টি অক্সিজেন সিলিন্ডার ও ১ হাজার ৫’শ মাস্ক এবং হ্যান্ড গ্লাপস বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লি: এর মাওনা শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মো: জাবেদ মিয়া, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক এম এ মতিন, বশির আহম্মেদ কাজল, স্বেচ্ছাসেবী সংগঠন এস.আর.টি’র শ্রীপুরের সমন্বয়কারী তুহিন আহম্মেদ, সদস্য জুবায়ের আহম্মেদ ও শীতলের শ্রীপুরের প্রধান এড. এহছানুল হাকীম বনি প্রমূখ।

সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তারা অনেক মহৎ কাজ করছেন। পরোপকার করার মানসিকতা নিয়েই তারা সংগঠন তৈরি করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত অসহায় ও গরীব রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সরবরাহ করায় তিনি ভূয়ূসী প্রশংসা করেন। তিনি তাদের সর্বাত্মক সহযোগীতা করার জন্য আশ্বাস দেন এবং বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।

ads

Our Facebook Page